সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদীর উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণে গতকাল (২৪ এপ্রিল) ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ইবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুুন কবীর শাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ বদিরুজ্জামান, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদীর সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসন, সকল উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, আইনজীবী ও সুবিধা বঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন নরসিংদী কালেক্টরেট জামে মসদিজের খতিব মুফতি নাসির উদ্দিন কাসেমী।