শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই মূলমন্ত্রকে ধারণ করে আগামী মঙ্গলবার নরসিংদীতে ১৬৩ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী উপহার জমি ও গৃহ হস্তান্তর করবেন।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে রবিবার সকালে নরসিংদীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
সম্মেলনে সভাপতিত্ব করেন-নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম উবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ মাসুম, সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক, সদর এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।