বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জ এলএ শাখার সার্ভেয়ার মামুন এর খুঁটির জোর কোথায় কক্সবাজার জেলা কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের মাইকিং আইন লঙ্ঘন করলে সাঁড়াশি অভিযান চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কনস্টেবল নিহত সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেবো পটিয়ায় জেলেপল্লীতে আগুন, ২২ পরিবার নিঃস্ব ট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল চট্টগ্রামে সশস্ত্র বাহিনীর দুই স্থাপনার নাম বদলে গেল, পরিবর্তনের অপেক্ষায় আরও পাঁচ কুকুর দিয়ে কামড়ানোর ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

টাঙ্গাইলের ইটভাটার তাপ ও বিষাক্ত গ্যাসে ৩০০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

৩০০ বিঘা জমির আধা পাকা ইরি-বোরো ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ চেয়ে গতকাল বুধবার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ৩টি গ্রামের ক্ষতিগ্রস্ত ১১৫ জন কৃষক এই লিখিত অভিযোগে সই করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় এমএসটি নামে ইটভাটাটির চারপাশে রয়েছে গৌরিশ্বর, বিল গৌরিশ্বর এবং দশআনি বকশিয়া গ্রামের কৃষি জমি। ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাসে ৩ গ্রামের প্রায় ৩০০ বিঘা জমির ইরি-বোরো ধান নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, অনেক খরচ করে জমিতে ধান রোপণ করেছিলেন তারা, ফলনও হয়েছিল বেশ ভালো। আর মাত্র ২ থেকে ৩ সপ্তাহ পরেই নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। তবে ইট ভাটার তাপ ও বিষাক্ত গ্যাসে সব ধান নষ্ট হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে ইটভাটার মালিক ফজলুল হক তালুকদার বলেন, ‘ধান নষ্ট হয়েছে এটা ঠিক। তবে, দেখতে হবে যে এটা ইটভাটার কারণে হয়েছে, নাকি পোকার আক্রমণে বা অন্য কোনো কারণে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি সত্যি ইটভাটার কারণে ধানের ক্ষতি হয়ে থাকে তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘আমরা সরেজমিনে দেখব প্রকৃতপক্ষে কেন ধানগুলো নষ্ট হয়েছে। এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।’

ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে বলেন, ‘কৃষি কর্মকর্তারা সরেজমিনে পরীক্ষা করার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com