সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে একুশে টেলিভিশন (ইটিভি) ২৩তম বর্ষে প্রদার্পন উদযাপন করা হয়েছে। এসব অনুষ্টানের মধ্যে চ াশ্রমিকদের ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্য, কাঠিনৃত্য, ম্যাজিক প্রর্দশন, ধাঁধার আসর, ঘুড়ি উৎসব, কবি আড্ডা, কবিতাপাঠের আসর, সংগীতানুষ্ঠান, ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও গেঞ্জি বিতরণ, শোভাযাত্রা, বৃক্ষচারা রোপন ও বিতরণ এবং বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়।
উৎসবের ৭ম দিন বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় মৌলভীবাজারের চা শ্রমিকদের এতিহ্যবাহী ঝুমুর নৃত্য, কাঠিনৃত্য। এটি পরিবেশন করে শ্রীমঙ্গল সাঁতগাও চা বাগানের শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু।
একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা জনগোষ্ঠী আদিবাসী ফন্টের সভাপতি পরিমল সিং বারাইক, সাঁতগাও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিন, সাঁতগাও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সান্তনা বারাইক ও অধ্যাপক রজত শুভ্রচ ক্রবর্তী। পরে বেলা আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ৭দিনের অনুষ্ঠান মালার সমাপনি ও পুরুস্কার বিতরনী। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক নিহারেন্দু হোম সজল।