মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়িকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার( ২১এপ্রিল) দুপুরে দুইটি পৃথক ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির নাজমুল হাসান জানান, মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদ বাসস্ট্যান্ডের কাছে আকালিয়াবাড়ী গ্রামে অবৈধভাবে সেমাই ও চানাচুর কারখানা গড়ে উঠার সংবাদ পায় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি শাহাদত হোসেনের কারখানায় অভিযান চালান। বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদনের সত্যতা পান। পরে শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ওই কারখানায় উৎপাদিত সেমাই ও চানাচুর ধ্বংস করা হয়।
অপরদিকে সহকারি কমিশনারের কার্যালয়ের সিএ মো. আশরাফ হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত হাফিজা খাতুনের পাওয়ার চিপস কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। এই আদালত অনুমোদন ছাড়াই সেমাই ও চানাচুর উৎপাদনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।