শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
টাঙ্গাইলে বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এর উদ্যোগে সরকারি যাকাত ফান্ড থেকে যাকাতের নগদ অর্থ প্রদান করা হয় দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে।
বুধবার (২০ এপ্রিল) ১৮ রমজান, বাসাইল উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৮ আসনে এমপি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বাসাইল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সহ আরও উপজেলা নেতা বিন্দু, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মরত ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল
উপস্থিত সকল বক্তাগন যাকাত আদায়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকলকে যাকাত আদায়ের আহবান জানান।