শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
অনলাইন প্লাটফর্ম থেকে ‘পাবজি’ গেম বন্ধের আদেশ প্রত্যাহারের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। গেমটির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা প্রাইভেট লিমিটেড আবেদনটি খারিজ করা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। ফলে পাবজিসহ অন্যান্য বিপজ্জনক অনলাইন গেম বন্ধ রাখার আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সামির সাত্তার। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত বছর ১৬ আগস্ট এক আদেশে দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা ‘পাবজি’, ‘ফ্রি ফায়ার’সহ বিপজ্জনক সব গেম তিন মাসের বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালত রুলও দিয়েছিলেন। দেশের অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, লাইকি, পাপজিসহ অনলাইন গেইম এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে।
এ ছাড়া এ ধরনের অনলাইন গেইম এবং অনলাইন স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য একটি কারিগরি দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছিল।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছিল সে আদেশে।
দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের মধ্যে এসব গেইম ও অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বিরূপ প্রভাব তুলে ধরে গত বছর ১৯ জুন বিবাদিদের কাছে আইনি নোটিশ পাঠানোর পর সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট আবেদনটি করেন।
এসব গেইম ও অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন আসক্তি তৈরি করছে। বিনষ্ট হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং কিশোর-তরুণদের মধ্যে গড়ে উঠছে সহিংস মানসিকতা।
প্রতিকার হিসেবে এসব গেইম ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল আইনি নোটিশে। কিন্তু বিবাদিদের কাছ থেকে সাড়া না পেয়ে পরে হাইকোর্টে রিট করেন তারা।