শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে সিএমপির আকবরশাহ্ থানার অভিযানে শটগানের কার্তুজ ও ধারালো অস্ত্রসহ ডাকাতি পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদাবাজিকালে ৫জন গ্রেপ্তার খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা সাতকানিয়ায় বালু তোলা নিয়ে সংঘর্ষে আহত ৬ মোটরসাইকেলে আগুন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক নগরীর ডবলমুরিং এলাকায় আবেগঘন চিরকুট লিখে ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’

চিরিরবন্দরে অনাবাদি ও পতিত জমিতে কৃষকের সজনার চাষের বাম্পার ফলন

চলতি মৌসুমে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় সজিনার বাম্পার ফলন হয়েছে। পাতাশূন্য গাছে ধবল ফুল ইতোমধ্যে পরিণত হয়েছে সজনার। গাছে গাছে ঝুলে থাকা সবুজ লাঠি প্রকৃতিতেও ভিন্নমাত্রা যোগ করেছে। পুষ্টিগুণে ভরপুর ও আশঁ জাতীয় সবজি সজনার ভারে হেলে পড়েছে সজনার ডাল পালা । প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতে সজনা চাষ করে পুষ্টির পাশাপাশি আর্থিক ভাবেও লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা। মুখে হাসি ফুটে উঠেছে সকল সজনা কৃষকদের মুখে।

আবহাওয়া অনুকুলে থাকায় এবার সজনার বাম্পার ফলনের আশা করছেন এলাকার কৃষক ও উপজেলা কৃষি বিভাগ।

সরজমিনে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে প্রায় কম বেশি সব বাড়ী গুলোতে তিন-চারটি করে সজনা গাছসহ জমির ধারে,রাস্তার পাশেও সজনা গাছ লাগানো হয়েছে। এবছরে সজনার লক্ষ্যমাত্রা অনেক টা পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় উপজেলায় সজনা চাষ দিন দিন অনেকটায় বেড়েই যাচ্ছে। এখানকার সজনা স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে।

উপজেলার ফতেজংপুর ইউপি এলাকার সজনা চাষি মোঃ শাকিল হোসেন বলেন, বাড়ির সামনে রাস্তার ধারে ২টি সজনার গাছ লাগানো হয়েছিল। গত বছর ওইসব সজনার গাছ থেকে মোটামুটি অনেক টাকার সজিনা বিক্রি করেছি । আশা করছি এবারও সজনার বাম্পার ফলন পাব। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি সজনার মূল্য ৬০ টাকা হতে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। উচ্চমূল্য পাওয়ায় খুশি চাষিরা। দ্বিগুণ উৎসাহ নিয়ে সজনা চাষে উদ্ধুদ্ধ হচ্ছে এই এলাকার অন্যান্য চাষিরাও। মৌসুম শেষে প্রতিবারের মতো এবারও ডাল রোপণ করা হবে।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা জানান, সজনা একটি পরিবেশবান্ধব ও অর্থকরি আশঁজাতীয় সবজি।সজনা কে বলা হয় ” মিরাকল ট্রি”। এর পাতা, ফুল, ফল সবই খাওয়া যায়। সজনায় প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

তিনি আরো বলেন, এটি বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতেও চাষ করা যায়। তাছাড়া ঠান্ডা-গরম,খরা সহিষ্ণু হলেও এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছরে সজনার ভালো ফলন হয়েছে। এছাড়া সজনা গাছের তেমন কোন রোগ-বালাই নেই বললেই চলে এবং অন্যান্য খরচও নেই । আবহাওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান থাকলে সজনার বাম্পার ফলনও আশা করা যায়। বাজারে পুষ্টিগুণ ও চাহিদার কারণে প্রতি বছর এর আবাদ বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com