বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু

নিউরনের মতো কাজ করবে মধুর তৈরি চিপ

মধু থেকে তৈরি হবে কম্পিউটার চিপ। যা কাজ করবে মানুষের মস্তিষ্কের নিউরনের মতো। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। তবে শুধু গণনার কাজেই নয় কম্পিউটারের এখন বহুমুখী ব্যবহার রয়েছে। তবে এবার একেবারে মানুষের নিউরনের মতো কাজ করবে কম্পিউটার। তেমনি একটি চিপ তৈরি করছেন বিজ্ঞানীরা। যা তৈরি হবে মধু দিয়ে।

এমনই অবাক করা তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘জার্নাল অব ফিজিক্স ডি’। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রকৌশলী এবং কম্পিউটার সায়েন্স বিভাগের একদল গবেষক এই চিপ তৈরি করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ফেং জাও এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। গবেষকদের দলের প্রধান ছিলেন

এটি অনেকটা ট্রানসিসটরের মতো। এর সাহায্যে শুধু ডেটা প্রসেস হবে তাই ই নয়, মেমোরিতেও ডেটা স্টোর করা যাবে। লেং জাও বলেন, এটি খুবই ছোট একটি যন্ত্র। তবে মানুষের নিউরনের মতো কাজ করতে সক্ষম এটি।

আকারে ছোট কোটি কোটি মধুর স্মৃতি সংরক্ষক যন্ত্রকে একত্রে সংযুক্ত করলে তা নিউরোমোরফিক সিস্টেম তৈরি করবে। যা মানব মস্তিষ্কের মতো কাজ করবে। ট্র্যাডিশনাল কম্পিউটারের এই নিউরোমাফিক সিস্টেম অনেক দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। সেই সঙ্গে অনেক কম শক্তি খরচ হবে বলেও জানান এই গবেষক।

এই গবেষণার জন্য ফেং জাওয়ের সঙ্গে মূল গবেষক হিসেবে রয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রান্ডন সুওকা। জাওয়ের ল্যাবে এই পরীক্ষাটি করা হয়। মধুকে তরল থেকে কঠিন করে স্মৃতি সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয় প্রথমে। এরপর দুটি ধাতব ইলেক্টরয়েডের মধ্যে তা অনেকটা স্যান্ডউইচের মতো রাখা হয়।

হাই সুইচিং অন এবং অফ স্পিডে ১০০ ও ৫০০ ন্যানো সেকেন্ডের থাকবে।এই মেমোরিস্টররা স্পাইক-টাইমিং ডিপন্ডেন্ট প্লাস্টিকসিটি ও স্পাইক- রেট ডিপেন্ডেন্ট প্লাস্টিসিটি নামে পরিচিত। যা মানুষের মস্তিষ্কে শেখার প্রক্রিয়া ও নিউরোনে নতুন তথ্য ধরে রাখার কাজ করে।

মধু থেকে তৈরি চিপগুলো একটি মাইক্রো স্কেলে তৈরি হয়েছে। যা মানুষের চুলের সাইজের মতো। তবে বিজ্ঞানীরা একে ন্যানো স্কেলে তৈরি পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে মানুষের চুলের ১০০০ ভাগের ১ ভাগ হবে এই চিপের সাইজ।

যেহেতু মধু নষ্ট হয় না এবং এতে আর্দ্রতার ঘনত্ব খুবই কম। তাই এতে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না। অর্থাৎ এই কম্পিউটার চিপগুলো দীর্ঘ সময় টিকে থাকবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই আবিষ্কারকে আলোর মুখ দেখাতে আরও গবেষণার প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com