শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায় চট্টগ্রামে বন্য হাতি হত্যা করে দাঁত নিয়ে গেলো শিকারিরা হাতি হত্যা, ২০ জনকে খুঁজছে পুলিশ চকরিয়ায় বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২ যুবক উখিয়ায় রাতের আধারে বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে জামায়েতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ চন্দনাইশে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করায় ভাগনিকে হত্যা করল মামা, নানা-নানীকেও জবাইয়ের চেষ্টা উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বিবৃতি: গাজার পক্ষে শান্তিপূর্ণ হরতাল এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান

ঠাকুরগাঁওয়ে ‘সার্জেন্টের’ ব্যাংক একাউন্টে জমা হচ্ছে হেলমেট বিহীন জরিমানার টাকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হেলমেট বিহীন চালকদের করা জরিমানার টাকা নিজের মোবাইল ব্যাংকিং নম্বরে নেওয়ার অভিযোগ উঠেছে সার্জেন্ট পিযুশের বিরুদ্ধে। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে ২০ জন ভুক্তভোগী রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মোকসেদ আলী জানান, ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেল চালকদের হেলমেট না পরার কারণে জরিমানা করে যে কাগজ চালকদের ধরিয়ে দেন ওই কাগজ নিয়ে নির্দিষ্ট একটি দোকান ছাড়া অন্য কোনো ‘উপায় এজেন্ট’র কাছে গেলে টাকা ইতিমধ্যে পরিশোধ হয়েছে দেখায়।পরে ওই মামলার কাগজ নিয়ে আবার পিযুশের বলে দেওয়া মোবাইল ব্যাংকিং ‘উপায় এজেন্ট’র কাছে গেলে মুহূর্তের মধ্যে টাকা পরিশোধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা গোপনে আরও কয়েকটি মোটরসাইকেল মালিকের জরিমানা করা কাগজ পরীক্ষা করেন। এতে দেখা যায়, ওই মামলার টাকা সরকারি কোষাগারে না দিয়ে পিযুশের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠিয়ে দেন ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট।এদিকে বিষয়টি জানাজানি হলে থানা এলাকা থেকে গোপনে সটকে পড়েন ট্রাফিক সার্জেন্ট পিযুশ।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আসেন। পরে ভুক্তভোগীদের সঙ্গে থানায় কথা বলে তাঁর বরাবরে একটি লিখিত অভিযোগ দিতে বলেন। এ সময় তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানায় এক মাস ধরে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অবৈধভাবে গাড়ি আটক করে জরিমানা করছেন ট্রাফিক সার্জেন্ট পিযুশ। নিয়ম অনুযায়ী জরিমানার মামলার কাগজ দিয়ে মোবাইল ব্যাংকিং উপায়ের যেকোনো এজেন্টের কাছে জরিমানার অর্থ পরিশোধ করার কথা। কিন্তু সার্জেন্ট পিযুশ এ টাকা নেওয়ার জন্য তিনি আগে থেকেই থানা-সংলগ্ন মোবাইল ব্যাংকিংয়ের এক দোকানদারদের সঙ্গে কথা বলে রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানদার বলেন, ‘আমি ট্রাফিক সার্জেন্টের কথা অনুযায়ী এ কাজ করেছি।’

এ বিষয়ে জানতে ট্রাফিক সার্জেন্ট পিযুশের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘ট্রাফিক সার্জেন্ট পিযুশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছু ভুক্তভোগী থানায় এসেছিল। বিষয়টি সার্কেল মহোদয় দেখছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com