বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয় ।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি,
জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস প্রমুখ অংশ নেন।