সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
আইপিএলের ১৫তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টকে মোকাবেলা করছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে মোস্তাফিজদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল।
ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে মোস্তাফিজদের দল। ডেভিড ওয়ার্নারকে নিয়ে ওপেনিংয়ে নেমে পৃথ্বি শ ব্যাটে ঝড় তুলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। পৃথ্বি ১৭ বলে ৩৫ আর ওয়ার্নার ৭ বলে ৩ রানে অপরাজিত আছেন।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোস্তাফিজুর রহমান, অ্যানরিচ নর্টজে।
লখনৌ একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, এভিন লুইস, কৃষ্ণাপা গৌতম, দীপক হুদা, আয়ুস বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, আভেশ খান, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণুই।