সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজ (৭ আপ্রিল) বৃহস্পতিবার বসুন্ধরা কিংস এরেনায় প্রথম হারটা প্রায় দেখেই ফেলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়নরা ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ৮৮ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা কিংস নাটকীয় ড্র করে এলিটা কিংসলের জোড়া গোলে।
৬ গোলের ম্যাচটির ৭০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। কিন্তু শেষ ২ মিনিটে অর্ধডজন গোল হয় ম্যাচে। গোলের সূচনা করেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উজবেকিস্তানের ফরোয়ার্ড ওটাবকে।
এরপর গোল-পাল্টাগোলে জমে উঠেছিল ম্যাচটি। এক সময় মনে হয়েছিল ঘরে মাঠে অপরাজিত থাকার কৃতিত্বটা চুরমার হয়ে যাচ্ছে কিংসের। নতুন বাংলাদেশি এলিটা কিংসলে অবশ্য সেটা হতে দেনটি। ৮৯ মিনিটে প্রথম ও ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন তিনি।
৭৬ মিনিটে বসনিয়ার স্টোজানের ফ্রি-কিক জামালের জালে জড়ালে সমতায় ফেরে চ্যাম্পিয়নরা। তবে কিংসের সমতায় ফেরার আনন্দটা মিলিয়ে দিতে বেশি সময় নেয়নি জামাল। ৮৩ মিনিটে সোলেমান সিলা ও ৮৫ মিনিটে সলোমন কিংস গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা।
শেখ জামালের ডাগআউট যখন পূর্ণ পয়েন্ট পাওয়ার আনন্দের অপেক্ষায় ঠিক তখন এলিটা কিংসে ম্যাচটিকে নাটকীয়ভাবে ড্র করান।
আবাহনীর পর শেখ জামালের বিপক্ষে ড্র করে দুই ম্যাচে চার পয়েন্ট হারালেও বসুন্ধরা কিংস এখনো টেবিলের শীর্ষে এবং বেশ দূরত্ব রেখেই। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। তাদের পেছনে থাকা আবাহনীর পয়েন্ট ২২। এই ম্যাচের আগে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা জামাল নেমে গেছে তিনে।