সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে পুরিশ।গতকাল (৪ এপ্রিল) সোমবার রাতে জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিশে জুড়ীর বিভিন্ন স্থান থেকে ৫ আসামিকে আটক করে।
আটককৃতরা হলেন, জুড়ী থানার মামলা নং ১(৪)২২ এর আসামী খয়রুল ইসলাম আবেল (২৩) পিতা- মৃত আজির উদ্দিনকে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল রাত ২টার সময় বাহাদুরপুরের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। জুড়ী থানার মামলা নং ৮(৩)২২ এর আসামি সোহেল মিয়া (৩৫), পিতা- এলাইচ মিয়াকে জুড়ী থানার এসআই মুহসীন ভূঁইয়া রাত অনুমান ৮টায় ৫ নং জায়ফরনগর ইউনিয়নের অন্তর্গত বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন। সিআর ৪/২২(বন) এর পরোয়ানা ভুক্ত আসামী আবুল হোসেন (৩৫), পিতা- মৃত- মতিউর রহমানকে এএসআই মহি উদ্দিন আসামীর নিজ বাড়ি রূপাছড়া থেকে গ্রেফতার করেন।
সিআর-৪/২২ (বন) এর পরোয়ানা ভুক্ত আসামি কালা (৩৩), পিতা-লিয়াকত আলীকে জুড়ী থানার এএসআই জহিরু ইসলাম আসামির নিজ বাড়ী রূপাছড়া থেকে গ্রেফতার করেন। এবং জিআর ১১৯/১৯(জুড়ী) এর আসামী- নিখিল উড়িয়া, পিতা- মৃত- রমায়ান্তা উড়িয়া কে সাং- ধামাই, থানা- জুড়ী, জেলা – মৌলভীবাজারকে এএসআই কামাল হোসেন আসামীর নিজ বাড়ী ধামাই থেকে গ্রেফতার করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ আসামী কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।