শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি টিভি এসোশিয়েশন’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক সাইফুল ইসলাম এবার মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার মোটরসাইকেল আরোহী নিহত চট্টগ্রামে ‘মামলা বাণিজ্য’, পুলিশের বিশেষ সতর্কতা প্রতারকচক্রের কোনো সদস্য প্রলোভন দেখালে ৯৯৯-এ যোগাযোগ করুন চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার সৌদি রিয়ালের কথা বলে টাকা নিয়ে লাপাত্তা, পুলিশের জালে আটক ৪ লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা: পার্বত্য জেলায় গত বছর ২১ জনকে হত্যা দেখা গেল চাঁদ, পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

পশ্চিমবঙ্গে ১২ দিনে ১১ বার বাড়লো জ্বালানি তেলের দাম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতে বাড়ছে জ্বালানি তেলের দাম। আজ (৩ এপ্রিল) রবিবার ফের বাড়লো পেট্রল ও ডিজেলের দাম। এদিকে পশ্চিমবঙ্গেও দফায় দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পর্যন্ত ওই রাজ্যে ১২ দিনে ১১ বার জ্বালানি তেলের দাম বেড়েছে।

আজ (৩ এপ্রিল) রবিবার পশ্চিমবঙ্গে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৮৪ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। ফলে রাজ্যটিতে ১২ দিনে পেট্রলের দাম ৮ টাকা বাড়লো।

পশ্চিমবঙ্গে গতকাল (২ এপ্রিল) শনিবার পর্যন্ত লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ১১১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা। রোববার তা বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা এবং ৯৭ টাকা ২ পয়সা।

দেশটির রাজধানী দিল্লিতে পেট্রলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ৬১ পয়সা। এছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা।

দেশটির বাণিজ্য নগরী মুম্বাইতেও পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। আজ মুম্বাইতে এক লিটার পেট্রল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ১১৭ টাকা ৫৭ পয়সা ও ১০১ টাকা ৭৯ পয়সায়। যা গতকাল (২ এপ্রিল) ছিল ১১৬ টাকা ৭২ পয়সা ও ১০০ টাকা ৯৪ পয়সা।

চেন্নাইতে আজকের বাজারে পেট্রলের মূল্য ১০৮ টাকা ২১ পয়সা, যা গতকাল (২ এপ্রিল) ছিল ১০৭ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আজ (৩ এপ্রিল) রবিবার দাম বেড়েছে ৭৬ পয়সা। ডিজেলের ক্ষেত্রেও দাম বেড়েছে ৭৬ পয়সা, গতকাল ছিল ৯৭ টাকা ৫২ পয়সা, আজকের মূল্য ৯৮ টাকা ২৮ পয়সা।

২২ মার্চ থেকে আজ পর্যন্ত ১২ দিনে মোট তেলের দাম বেড়েছে ১১ বার। প্রতিদিনের এ মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের অবস্থা নাকাল। তারা বলছে, জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর।

পেট্রলপাম্পে জ্বালানি তেল কিনতে আসা সাধারণ মানুষ বলছেন, আগে ৩ লিটার কিনলে এখন সেটা কমিয়ে দুই লিটার কিনছি।অন্যদিকে তেলের দাম বাড়ানো নিয়ে চলছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সন্দেহ। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল বলছে ৫ রাজ্যে ভোট শেষ হতেই এ দাম বাড়ানো হচ্ছে।

আবার জাতীয় কংগ্রেস বলছে দিল্লির বিজেপি সরকারের ভ্রান্তনীতির জন্যই সাধারণ মানুষের ওপর কোপ পড়ছে। এর জবাবে কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত বিজেপি বলছে এর জন্য আগের ইউপিএ সরকারই দায়ী, জ্বালানি তেলের দাম কেন্দ্র সরকার নির্ধারণ করে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com