বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আবুল কাসেম।
এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন সভাপতিত্ব করেন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিনকে সভাপতি ও বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এদিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজৈনতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।