শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা তথ্য কর্মকর্তা স্বর্ণালী সিনহার সভাপতিত্বে আলীনগর ইউনিয়নের কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
তথ্য সেবা সহকারি আমিনা ইসলামের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন ও স্থানীয় ইউপি সদস্য রইছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান ও সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।