মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের দোসরদের রেহাই নাই :কচি এক ট্রাক মাটি ৩হাজারে বিক্রি হচ্ছে-ঈদগাঁওয়ে চলছে দিনে-রাতেই চলছে পাহাড়-টিলা কাটার মহোৎসব: দুই মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত নির্বাচন কমিশনার -আবুল ফজল আনোয়ারায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রামে ছাত্র সমন্বয়ক পরিচয়ে প্রতিদিন ৩ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ মহেশখালীতে-থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে গ্রেপ্তার ১ সাতকানিয়ায় জিনের বাদশার সহযোগী গ্রেফতার- বিজ্ঞ আদালতে-১৬৪ ধারায় জবানবন্দি এস আলম গ্রুপের ১,৯৬৩ কোটি টাকা ঋণখেলাপি: এস আলম ও তার স্ত্রী-ভাইসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে নারী ও শিশু অধিকার কক্সবাজারে স্থানীয়দের মধ্যে হু হু করে এইডস সংক্রমণ বেড়েছে তিন গুণ:রোহিঙ্গা তরুণীরা, অনিরাপদ মিলনে বাড়ছে ঝুঁকি:

ইংল্যান্ডের ক্রিকেটে জোর দাবি- রুটকে তাড়াও!

উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ হেরে বসেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজাত দলটির এই করুণ অবস্থা দেখে সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা ক্ষেপে গিয়েছেন। উইন্ডিজ সফর দিয়ে টানা পাঁচ সিরিজ হারল ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে এমন টানা ব্যর্থতা ইংল্যান্ডকে কখনো দেখতে হয়নি।

দলটির সাবেক অধিনায়কেরা মনে করছেন, বর্তমান টেস্ট অধিনায়ক জো রুটের অযোগ্যতার কারণেই নাকি ইংল্যান্ডের এই করুণ হাল!

উইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পরও দায়িত্ব ছাড়তে নারাজ রুট। কিন্তু তাকে সরে যাওয়ার অনুরোধ করে সাবেক অধিনায়ক মাইক আথারটন ‘দ্য টাইমস’-এ লিখেছেন, ‘রুটের নেতৃত্ব অগ্রহণযোগ্য। সে নিজেও এটা জানে। ওর দল এ নিয়ে টানা ৫টা সিরিজে জয় পায়নি এবং ১৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে। এত ভালো সব খেলোয়াড় থাকা এক দলের জন্য এর চেয়ে খারাপ আর কী হতে পারে! সবার কাছেই এটা পরিষ্কার যে, অধিনায়ক হিসেবে রুটের যাত্রা শেষ। ‘

সোশ্যাল সাইটে সবসময় সরব থাকা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ‘ডেইলি টেলিগ্রাফ’- এ লিখেছেন, ‘নিয়মিতই দেখা যাচ্ছে যে, চাপে পড়লে রুটের দল সেটা সামলাতে পারে না। যখনই জয়ের একটা মুহূর্ত আসে, তারা তখন হেরে বসে। জো-র উচিত নিজেকেই জিজ্ঞাসা করা -আগামী দেড় বছর নিজেকে টানার শক্তি তার আছে কি না? দল কি তার কথা শুনছে? দলের অবস্থা কিন্তু তা বলছে না। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে কখন আপনার দৌড় থামানো উচিত, সেটা জানতে হবে। ‘

আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনও মনে করেন, রুটের আর নেতৃত্ব থাকার দরকার নেই। ‘ডেইলি মেইল’-এ তিনি লিখেছেন, ‘রুট একজন বিশ্বমানের ব্যাটার এবং পছন্দ করার মতো মানুষ। কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে অধিনায়ক হওয়ার মতো সহজাত কিছু ছিল। যদি জো নিজ থেকে সরে না যায়, তবে অন্য কেউ সিদ্ধান্তটা নিয়ে নিক। নতুন কোচের উচিত বেন স্টোকসের সঙ্গে বসা এবং জিজ্ঞাসা করা মাঠের বাইরে মানসিকভাবে সে কেমন আছে। স্টোকসের কথা শুনে কোচের যদি ভালো লাগে, তবে তাকেই সে দায়িত্ব দেওয়া হোক। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com