সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
গতকাল (২৭ মার্চ) রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ (২৮ মার্চ) সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন।