শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে রঙের উৎসব ফাগুয়া উদযাপন করা হয়েছে। আজ (২৭ মার্চ) রবিবারবিকেল ৩টায় কালিঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে এ উৎসব উদযাপন করা হয়। ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চা শ্রমিকদের বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্টান সম্মুহ নিয়ে দ্বিতৃয় বারের মতো ফাগুয়া উৎসব ২০২২ উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্টানে চা শ্রমিকদের নিজেস্ব সংস্কৃতি, নিত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্টানে মৌলভীবাজার জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় ব্যানার্জি, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেষ গোয়ালা উপস্থিত থেকে ফাগুয়া উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন। এছাড়াও কালিঘাট ইউনিয়ন ও রাজঘাট ইউনিয়নের চা শ্রমিকরা ফাগুয়া উৎসবে যোগ দান করেন।