শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব পৌর শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে প্রেসক্লাব সদস্যরা শ্রীমঙ্গল পৌর শহিদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ও সহযোগী সদস্যরা।