মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সিএমপির হালিশহর থানার অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৭ জন জুয়াড়ি আটক কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ শেরপুর শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে ত্রান বিতরণ জ্বালানি সচিব নূরুল আলমকে ওএসডি করে নতুন সচিব নিয়োগ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র মাহবুব উর রহমান রুহেলসহ, ২৯ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কামরুল আলম হত্যাকান্ড লোহাগাড়ায় ৩ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ চক্রের সদস্য গ্রেফতার ডামুড্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মানববন্ধন রূপগঞ্জে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫ হাজার পরিবার তলিয়ে গেছে রাস্তা-ঘাট

শ্রীমঙ্গলে অর্ধশত মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাধীনতা বই মেলার উদ্বোধনশ্রীমঙ্গলে অর্ধশত মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাধীনতা বই মেলার উদ্বোধন

আজ (২৫ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গনে অর্ধশত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই বই মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।উদ্বোধনের প্রারম্ভে জাতীয় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠির শিল্পিরা।

বইমেলা উদ্যাপন কমিটির আহবায়ক কবি নৃপেন্দ্র লাল দাশের সভাপতিত্বে প্রথমে স্বাগত বক্তব্যদেন মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব বিকুল চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, বাতায়ন শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, কবি সজল দাশ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, ফ্রান্স প্রবাসী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রকাশ রায়, কবি মৃণাল কান্তি দাশ, নাট্যাভিনেতা নীলকান্ত দেব ও আবৃত্তি শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

মেলায় ঢাকা থেকে ইত্যাদি গন্থ প্রকাশ, তিউড়ি প্রকাশনী, বড়লেখার মাছরাঙ্গা প্রকাশনী, মুদরণবিদ প্রকাশনা, শুদ্ধবিন্যাস প্রকাশনা, ট্রাভেল বাংলাদেশ, সহ স্থানীয় বিভিন্ন প্রকাশনীর ২০টি স্টল বসছে। এসেছে মুক্তিযুদ্ধ যাদুঘরেরও বই।এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাহিত্য আড্ডা, পুস্তক সমালোচনা, স্বরচিত কবিতা আবৃত্তি ও পঠিত কবিতার উপর পাঠ এবং সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গলের কবি প্রফেসর নৃপেন্দ্র লাল দাশের লেখা ১০৬ টি বই থেকে ১০টি বই এর উপর আলোচনা।বীর মুক্তিযোদ্ধা বীরাজ সেন তরুণ এর সভাপতিত্বে আলোচনায় অংশনেন কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, ডা. হরিপদ রায়, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, সহকারী অধ্যাপক কমলকলি চৌধুরী, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও বিকাশ দাশ বাপ্পন।

সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি লেখকদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান।মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, প্রতিবছর শ্রীমঙ্গলে সার্বজনীনভাবে বই মেলার আয়োজন হয়ে থাকে। গত দুই বছর করোনার কারনে মেলা হয়নি।

এবছর আরম্বরেই এর আয়োজন করেছেন আর যেহেতু এটি স্বাধীনতার মাসে তাই এই বই মেলার নামকরণ করেছেন স্বাধীনতা বই মেলা। তিনি জানান, মেলায় শিশুদের বই, মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর বই ও দেশের খ্যাতনামা কবিদের লেখা বই এর সমাহারে প্রায় ২০টি স্টল অংশগ্রহন করছে। মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মেলার ২য় দিন শনিবার অনুষ্ঠিত হবে সিলেট বিভাগের প্রখ্যাত সংগীত শিল্পী ডা: বিনেন্দু ভৌমিকের “দেশলাই” এর বিশেষ পরিবেশনা। থাকছে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, নৃত্যালয় ও নৃত্যাঙ্গনের বিশেষ পরিবেশনা। মেলার সার্বিক সহযোগীতায় রয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com