শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, বাংলাদেশ কোন অবস্থানে? রূপগঞ্জে মার্কেটে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ খিলগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সাংবাদিকদের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা: কাদের গনি চৌধুরী আড়াইহাজারে এক রাতে ৩ ডাকাতি

এবছরই আসছে আইফোন ১৪

চলতি মাসেই অ্যাপল লঞ্চ করেছে তার নতুন প্রজন্মের স্মার্টফোন iPhone SE 2022। এরই মধ্যে পরবর্তী প্রিমিয়াম আইফোনের জন্য মঞ্চ প্রস্তুত করতে শুরু করে দিয়েছে সংস্থা। মনে করা হচ্ছে এই নতুন স্মার্টফোন হবে আইফোন ১৪ সিরিজ।

বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৪ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।

অ্যাপলের নতুন প্রজন্মের স্মার্টফোন লঞ্চ পাওয়ার সঙ্গে সঙ্গেই অনুমান থেকে বেশ খানিকটা ছবি এঁকে ফেলা যায় নতুন ফোনের। কেমন হতে পারে নতুন আইফোন ডিজাইন, কী কী বৈশিষ্ট্য থাকবে সে সম্পর্কে ইতিমধ্যেই খানিকটা ধারণা করা যাচ্ছে।

বেশ কিছু পরিবর্তন ও আপডেটের সঙ্গে আসতে পারে আইফোন ১৪। ডিজাইন থেকে শুরু করে বাড়বে র্যাম। আরও যেসব পরিবর্তন থাকবে আইফোন ১৪-তে

ডিজাইন পরিবর্তন
গত বছর রিলিজ করেছে আইফোন ১৩, আশা ছিল এতে একেবারে নতুন ধরনের ডিজাইন রাখবে অ্যাপল। কিন্তু সে আশা পূর্ণ হয়নি। তবে আইফোন ১৪ সিরিজের সেই আশা খানিকটা পূরণ করতেও পারে।

যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে, ওয়াইড নচ এর পরিবর্তে পিল হোল ডিজাইন আসতে চলেছে। ফলে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করা হতে পারে ফেস আইডি সেন্সর। অ্যাপল তার প্রো মডেলগুলোর জন্য নতুন স্ক্রিন ডিজাইন আনতে পারে।

নতুন ম্যাক্স
আইফোন ১৪ সিরিজে একটি নতুন সংযোজন হতে পারে। অ্যাপল ব্যাপকভাবে মিনি সংস্করণ তৈরি বন্ধ করে দেবে বলে মনে করা হচ্ছে। তার পরিবর্তে আসবে আইফোন ১৪ প্রো ম্যাক্স। এ রকম চারটি মডেল রয়েছে। তবে ভ্যানিলা আইফোন ১৪ ও ম্যাক্স সব ক্ষেত্রেই থাকবে একই রকম ডিসপ্লে ফুটপ্রিন্ট।

বাড়বে র‌্যাম
ধারণা করা হচ্ছে নতুন আইফোন ১৪ সিরিজের সম্ভাব্য চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম (RAM) থাকতে পারে। তবে পার্থক্য থাকবে। যেমন আইফোন ১৪ ও ম্যাক্স ফোনের ক্ষেত্রে ৬ জিবি LPDDR 4 প্রযুক্তি থাকতে পারে। কিন্তু প্রো ও প্রো ম্যাক্স ফোনের ক্ষেত্রে তা হতে পারে LPDDR 5। মেমরির ক্ষেত্রে নতুন A16 Bionic চিপসেটে যুক্ত হবে।

আরও উন্নত ক্যামেরা
আইফোন ১৩ এর ক্যামেরাগুলো যথেষ্ট আপগ্রেডেড। তবে প্রো সিরিজটি এমন কিছু অসাধারণ হয়ে ওঠেনি। ফলে প্রত্যাশার চাপ বাড়ছেআইফোন ১৪-এর উপর। মেগাপিক্সেল বেশি হওয়াটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ না ক্যামেরার মান উন্নত হচ্ছে। আর সেখানেই আসতে পারে পরিবর্তন। সম্ভবত জুম এবং লেন্সের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

দ্রুত চার্জিং
আইফোন ১৩ প্রো সিরিজের দাম লাখ টাকা। কিন্তু সে তুলনায় চার্জিং পদ্ধতি একদমই উন্নত নয়। মাত্র 20W দ্রুত চার্জিং সম্ভব। তবে আশা করা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে সেই দিকেও উন্নতি হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com