শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা  নেত্রকোনায় যোগদানের পর থেকেই একের পর এক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম  নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু তীব্র শীতকালীন ঝড় ও ঠান্ডায় বিপর্যস্ত গাজা: শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত

বান্দরবানের অভিযান গেলে বাধা, বিধিনিষেধের তোয়াক্কা নেই ইটভাটার মালিকদের

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বেড়েই চলেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আদালতের নিষেধাজ্ঞা বা প্রশাসনের নির্দেশ—কোনোটিরই তোয়াক্কা করছেন না মালিকরা। পাহাড় ও কৃষিজমি কেটে চলছে ইট উৎপাদন, যার ফলে পরিবেশদূষণ বাড়ছে এবং বনভূমির গাছপালা ধ্বংস হচ্ছে। জেলার প্রশাসনের তালিকায় ৭টি উপজেলায় ৭০টি ইটভাটার নাম রয়েছে। এসবের কোনটিরই পরিবেশ ছাড়পত্র নেই। গত বছর সব ইটভাটা বন্ধ ছিল। তবে বর্তমানে লামা উপজেলায় ৩৬টি, নাইক্ষ্যংছড়িতে ৪টি, আলীকদমে ২টি এবং থানচিতে ১টি ইটভাটা চালু রয়েছে। রুমা, রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলায় ইটভাটা বন্ধ রয়েছে। লামার ফাইতং ইউনিয়নে মাত্র ২৬টির মধ্যে কয়েকটি ইটভাটা বন্ধ করা গেলেও ১৫ ও ১৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের অভিযান বিফল হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের দুই শতাধিক সদস্য থাকলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক ও শ্রমিকদের বাধার কারণে ভাটায় প্রবেশ করতে পারেননি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “মালিক-শ্রমিকদের এমন বেপরোয়া মনোভাব আগে দেখিনি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, অভিযান চালিয়ে বহু ভাটা জরিমানা করা হয়েছে, কিছু ভাঙাও হয়েছে। কিন্তু এক সপ্তাহের মধ্যেই মালিকরা তা আবার চালু করে দিচ্ছেন।” সরেজমিনে দেখা গেছে, লামার ৪১টি ভাটার মধ্যে মাত্র ১৩টিতে কয়লা ব্যবহার করা হচ্ছে। বাকিগুলোতে পাহাড় ও কৃষিজমি খনন করে কাঠ পোড়ানো হয়। শিবাতলী ও শিবাতলীপাড়ায় তিনটি পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হয়েছে। ইটভাটার তাপ, ধোঁয়া ও যানবাহনের শব্দে স্থানীয়রা নাকাল। শিবাতলীর ৭ নম্বর ওয়ার্ডে ১১টি ইটভাটায় পাহাড় ও বনধ্বংসের কারণে পানির উৎস শুকিয়ে গেছে। দূষণের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে নারী ও শিশুদের। চারটিতে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর ড্রাম চিমনি ব্যবহার হচ্ছে। অন্যগুলোতে জিগজ্যাগ চুল্লি বা ইটের চিমনি।

লামা ফাইতংয়ের ইটভাটা মালিক সমিতির সভাপতি মুক্তার আহ্মদ স্বীকার করেছেন, ভ্রাম্যমাণ আদালত ঢুকতে না পারার ঘটনা সত্য। তিনি বলেন, সরকার বা প্রশাসনকে বাধা দিয়ে ইটভাটা চালানো সম্ভব নয়। তবে কোটি কোটি টাকা বিনিয়োগ এবং শত শত শ্রমিকের কর্মসংস্থান বিষয়টিও সরকারকে ভাবতে হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চাই। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শুধু আমাদের দায়িত্ব দিয়ে সব ভাটা বন্ধ করা সম্ভব নয়। বন বিভাগ যদি জ্বালানি কাঠ ব্যবহার বন্ধ করে দেয়, ইটভাটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তবে জনবল ও অর্থসংকট রয়েছে। ৭০টি ভাটা ধ্বংস করতে ১৫ থেকে ২০ দিন ও ৫৫-৬০ লাখ টাকা ব্যয় হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, নভেম্বরে ভ্রাম্যমাণ আদালত ঢুকতে না পারায় মালিকরা বন্ধ ভাটাগুলো পুনরায় চালু করার সাহস পেয়েছে। প্রশাসন যেকোনো সময় অভিযানে নামার জন্য প্রস্তুত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com