শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা  নেত্রকোনায় যোগদানের পর থেকেই একের পর এক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম  নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু তীব্র শীতকালীন ঝড় ও ঠান্ডায় বিপর্যস্ত গাজা: শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত

চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল

 

সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির পূর্ণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুচিয়া বাইনজুরী গ্রামে বসা এ মেলা ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে।

 

এ উপলক্ষ্যে দীঘি ও তৎসংলগ্ন বিশাল অংশ জুড়ে বসে মেলা। আগের দিন বিকেল থেকেই পূণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারিরা উপস্থিত হতে শুরু করেন। সকাল থেকে মেলাঙ্গনে উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা আত্মশুদ্ধি,পাপমুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দীঘিতে স্নান করেন। কেউ মানত হিসেবে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, কেউবা দীঘির জলে তরল দুধ ঢালেন।

 

নবদম্পতি পূজা দাশ অশ্বত্থ গাছের ডালে সুতা বাঁধেন। রানী হাট থেকে নিয়তি দত্ত ও আশীষ চক্রবর্তী এবং বাশঁখালী থেকে নয়ন বিশ্বাস মেলায় অংশ নেন। মেলায় নাগরদোলা, বেতের তৈরি টুকরি, বড় ঝুড়ি, চালুনি, কুলা, মোড়া, দা-বটি-ছোরা, যাঁতা, মাটির ঘটি-বাটি, শীতের সবজি, মানকচু, ইলিশ, দেশি পুকুরের মাছ, চটপটি, বিনি ধানের খই, যব ধানের খই, বাতাসা, নকুল দানা, গজা, নারকেলের চিড়াসহ হরেক রকমেরে খাবার ও প্রসাধনী বিক্রি হয়।

 

এ মেলায় দেশ ছাপিয়ে ভারত ও নেপাল থেকেও হিন্দু সম্প্রদায়ের লোকজন আসেন। জানা গেছে, মেলার ঐতিহ্য অনুসারে শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠির নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রায় ৪০০ বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম নেওয়া তিনি ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য চন্দনাইশের বরমায় আসেন।

 

বরমায় জমি কিনে শিবমন্দির তৈরি করে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন।শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সিনিয়র সদস্য ডাঃ কাজল কান্তি বৈদ্য বলেন, ‘দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি অন্যতম তীর্থস্থান। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষরাও এখানে আসেন।

 

এবছর পুণ্যার্থীর ভিড় অন্য বছরের তুলনায় অনেক বেশি। এদিন মেলা উপলক্ষে দিনব্যাপী পুণ্যার্থীরা পূজা অর্চনায় মগ্ন ছিলেন। দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সের দেশি-বিদেশি ভক্তরা মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দীঘিতে স্নান ও বিভিন্ন মানত সম্পন্ন করেন।

 

সিসিটিভিতে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের এক দল সদস্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com