শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) হালিশহর থানার ক্যাশিয়ারের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নুরুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে একাধিক ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করেছেন।
গোপন সূত্রে জানা যায়, নুরুল আমিন নামের ওই ব্যক্তি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে ০১৮৮৩৬৭০৮৯৪ নাম্বার থেকে ফোন করে নিজেকে হালিশহর থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে বলেন, “আমি থানার ক্যাশিয়ার, থানার টাকা আমাকে দিতে হবে।” ফোনালাপে তিনি থানার নাম ব্যবহার করে বিভিন্ন স্ক্রেপের দোকান, গাছের দোকান, কুরিয়ার সার্ভিসের কাছে অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধ অর্থ আদায়ের অপচেষ্টা বলে মনে করছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে বলেন, “আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।” তবে তিনি কী ধরনের দায়িত্ব, কার মাধ্যমে এবং কোন প্রক্রিয়ায় দায়িত্ব পেয়েছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন , থানার নামে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে এ ধরনের চাঁদাবাজি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।