শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খান
কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির কাছে তামাক শোধনের জন্য চুল্লিতে আগুন দিচ্ছিল এক নারী। এমন সময় একটি বন্যহাতি এসে ওই নারীকে শুঁড়ে তুলে আছড়িয়ে ও পায়ের তলায় পিষ্ট করে।
এতে ঘটনাস্থল তামাক চুল্লির সামনেই প্রাণ হারান ওই নারী। আজ শনিবার ভোররাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এই ঘটনা ঘটে।মারা যাওয়া নারীর নাম জান্নাত আরা বেগম (৪০)।
তিনি উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গভীর রাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাতে যায় ওই নারী।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আছড়িয়ে ও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ উদ্ধার করে।কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’