শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম জামাল উদ্দিন আর নেই ব্যাটারি রিকশাকে বাসের ধাক্কা, আহত ৩ আড়াই কোটি মানুষ এবারই আরামে আতঙ্কহীন ঈদ উদযাপন করেছেন : মহানগর আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, বাংলাদেশ কোন অবস্থানে? রূপগঞ্জে মার্কেটে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

৫ হাজার ইয়াবা ও সাড়ে ১০ লক্ষাধিক টাকাসহ দুই নারী গ্রেপ্তার

রায়হান আক্তার বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ১০ লক্ষ ৬৮ হাজার টাকা ও ৫ পিচ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই নারীকে আটক করতে সক্ষম হন র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত দুই নারী হলেন- উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুর রহমানের কন্যা রোকেয়া বিবি (২১)।

 

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন টেমশা এলাকায় একটি বাড়িতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। তারই ভিত্তিতে ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ায় একটি বাড়িতে অভিযান দুই নারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাড়ীর গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সাতকানিয়া থানার নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com