শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম জামাল উদ্দিন আর নেই ব্যাটারি রিকশাকে বাসের ধাক্কা, আহত ৩ আড়াই কোটি মানুষ এবারই আরামে আতঙ্কহীন ঈদ উদযাপন করেছেন : মহানগর আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, বাংলাদেশ কোন অবস্থানে? রূপগঞ্জে মার্কেটে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ন্যায্য মুল্যের দাবিতে কক্সবাজার মহাসড়কে লবণ চাষিদের প্রতিবাদ

মোঃ সেলিম উদ্দিন খাঁন

ভোক্তা ও শিল্পখাতের জন্য সরকারের নির্ধারিত চাহিদার বিপরীতের দেদার লবণ উৎপাদন হলেও মিথ্যা তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি অব্যাহত রেখেছে কিছুসংখ্যক মিল মালিকের সিন্ডিকেট। এতে দেশে উৎপাদিত এক মণ লবণের মূল্য পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ টাকায়। যদিওবা বিগত মৌসুমেও মানভেদে এক মণ লবণ বিক্রি করে প্রান্তিক চাষিরা পেতেন ১২শ থেকে ১৬শ টাকা পর্যন্ত। কিন্তু মিল মালিক সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়ায় কক্সবাজারের উৎপাদিত লবণের দাম একেবারে তলানিতে পৌঁছেছে।

 

সেই মিল মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, বিদেশ থেকে লবণ আমদানির অনুমতি না দেওয়া, উৎপাদিত দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ দেশীয় লবণ শিল্প বাঁচানোর আঁকুতি জানিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন শত শত লবণ চাষি।মহাসড়কের চকরিয়ার খুটাখালী স্টেশনের উত্তরপাশে মহাসড়কের ওপর উৎপাদিত লবণ ফেলে এবং কাফনের কাপড় পরে অভিনব এই প্রতিবাদে শামিল হন প্রান্তিক চাষি, লবণ ব্যবসায়ী থেকে শুরু করে লবণ শিল্পের সঙ্গে জড়িত সর্বসাধারণও।

 

প্রতিবাদ সমাবেশ থেকে আগামীতে আরও বড় ধরণের কর্মসূচি দিয়ে মাঠে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।এদিকে লবণ ফেলে দিয়ে এবং কাফনের কাপড় পড়ে অভিনব এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে মহাসড়কের উভয়দিকে আটকা পড়ে পর্যটক, যাত্রী ও পণ্যবাহী হাজারো যানবাহন। এতে চরম দুর্ভোগে পতিত হন যাত্রী-সাধারণ। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রান্তিক চাষিসহ বড় বড় লবণ ব্যবসায়ীরা।

 

এতে বক্তব্য দেন জেলার বৃহৎ লবণ ব্যবসায়ী ও চকরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, সাবেক কলেজ অধ্য এস এম মনজুর আলম, শোয়াইবুল ইসলাম সবুজ, ব্যবসায়ী আবদুল গফুর, এম জাফর আহমদ, আনিসুর রহমান, ফরিদুল ইসলাম, মনছুর আলম, নাছির উদ্দীন, আবুল হাসেম, মেম্বার নুরুল আজিম সবুজ, আরফাত কামাল জিকু, সমিতির সদস্য নুরুল আজম, নজরুল ইসলাম, সিরাজুল মোস্তফা, জাফর আলম, হাবিবুল্লাহ মিজবা, হারুণুর রশীদ, মৌলভী সেলিম উদ্দিন, ফিরোজ বখ্ত তোয়াহা, নাজিম উদ্দিন, শওকত আমিন, মৌলভী আবদুল্লাহ প্রমুখ।কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, ‘বিগত মৌসুমেও দেশে উৎপাদিত প্রতিমণ লবণের মূল্য পাওয়া যেত ১২শ থেকে ১৬ টাকা পর্যন্ত। কিন্তু এবার প্রতিমণের বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ টাকার মধ্যে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com