বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, ব্যাংকিং খাতে সার্বিক সংস্কারের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে।

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি যে, দুই থেকে চার মাসের মধ্যে এই প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করা হবে।

আজ নগরীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে ‘ব্যাংকিং খাতে সামষ্টিক অর্থনৈতিক নীতি ও শাসনব্যবস্থা’ শীর্ষক এক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘অর্থনীতি পুনকৌশলীকরণ সংক্রান্ত টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু সম্মানিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মো. মঈন উদ্দিন এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস’র (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতির পুন কৌশলীকরণ বিষয়ক টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন এবং টাস্কফোর্সের সদস্য ড. মঞ্জুর আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন।

আহসান এইচ মনসুর বলেন, তারা কেন্দ্রীয় ব্যাংককে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান যা সরকার দ্বারা প্রভাবিত হবে না।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড ঢেলে সাজাতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের মূল কার্যক্রম নয় এমন কার্যক্রম আমরা ত্যাগ করব। আমরা বিধি প্রতিপালন, নিয়ন্ত্রণ ও প্রয়োগ সম্পর্কিত বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

ড. ফাহমিদা খাতুন দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ব্যাংকিং খাতে অনুকূল আইনি ও বিচারিক পরিবেশ তৈরির উপর জোর দেন।

তিনি দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সততা এবং সময়োপযোগী তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com