শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম জামাল উদ্দিন আর নেই ব্যাটারি রিকশাকে বাসের ধাক্কা, আহত ৩ আড়াই কোটি মানুষ এবারই আরামে আতঙ্কহীন ঈদ উদযাপন করেছেন : মহানগর আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, বাংলাদেশ কোন অবস্থানে? রূপগঞ্জে মার্কেটে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পেকুয়া থেকে নিখোঁজের খোঁজে করতে গিয়ে,অপহরণ আরও ২ জন উদ্ধার

 

রায়হান আক্তার বিশেষ প্রতিনিধি

পেকুয়া থেকে নিখোঁজের খোঁজে করতে গিয়ে,অপহরণ আরও ২ জন উদ্ধার। চট্টগ্রামে সঙ্গবদ্ধ অপহরণের চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। পেকুয়া থেকে অপহৃত ১ জনকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারী চক্রের কবল থেকে আরও ২ জন ভিকটিম উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ |

 

২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে !গ্রেফতারকৃত অপহরণকারী দলের সক্রিয় সদস্য মোঃ ইলিয়াছ (২৩) পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির ৮ নং ওয়ার্ডের পূর্ব বাকখাইন এলাকার মোঃ আলীর পুত্র।

 

উদ্ধার হওয়া অপহৃত ভিকটিমরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহেরে ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিন ছেলে মোঃ রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদনগদর ইউপির বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)। জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভিকটিম আবদুল্লাহ আল নোমানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মোঃ রফিচ বাদী হয়ে নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা। পেকুয়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারে বিশেষ অভিযানে নামেন। ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ভিকটিমসহ আরও ২ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার করে।

 

এ বিষয়ে মোঃ রফিচ বাদী হয়ে পেকুয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসেবে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে।ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগী অন্যান্য অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।আসামি মোঃ ইলিয়াছ একজন পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য।

 

সে এবং তার অন্যান্য সহযোগী অপহরণকারীরা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন লোককে অপহরণ করে মুক্তিপণ দাবি ও আদায় করে থাকে ! আসামি মোঃ ইলিয়াছকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের লক্ষ্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com