রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

গাজা যুদ্ধবিরতির নতুন ধাপ নিয়ে আলোচনা করবে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

আর্ন্তজাতিক ডেক্স:-

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরাইলি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু হামাস ও ইরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ওপর ঐক্যমত্য প্রকাশ করার পর সোমবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে জানা গেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিও তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফর করেন। সোমবার তার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের সাথে লড়াই করা ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী সম্পর্কে রুবিও বলেন, হামাস সামরিক বা সরকারি বাহিনী হিসেবে চলতে পারে না। তাদের অবশ্যই নির্মূল করতে হবে।

যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে। যদি গাজায় জঙ্গিদের হাতে আটক আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খুলে দেওয়া হবে।’

ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বন্দী বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার একদিন পর এই মন্তব্য করা হয়।

ইসরাইল এবং হামাস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ট্রাম্পের ধ্বংসস্তূপ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার এবং এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার ঘোষণা সংক্রান্ত ব্যাপকভাবে সমালোচিত প্রস্তাব যুদ্ধবিরতির চুক্তির ওপর চাপ আরো বাড়িয়েছে।

নেতানিয়াহু বলেন, আমরা গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

এই মাসের শুরুতে নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প যে পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তাতে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ট্রাম্প বলেন, গাজার বাসিন্দাদের জর্ডান বা মিশরে স্থানান্তরিত করা হবে।

গাজা উপকূলীয় অঞ্চলটিকে ’মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তরিত করা যেতে পারে বলে ট্রাম্প পরামর্শ দিয়েছেন।

এএফপির জানায়, ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২১১ জন নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৪৮ হাজার ২৭১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস রোববার জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহের কাছে ইসরাইলি বিমান হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। যাকে হামাস যুদ্ধবিরতির ’গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com