শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে মৎস্যজীবী সমিতি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন আলী বাদি হয়ে চকরহমত মৎস্য সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইমরান আলীর বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। উপজেলার বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সমিতির সভাপতি ও উপজেলা সৈনিক লীগের দাপটে নেতা ইমরান আলী সমিতির জাল কাগজপত্র তৈরী করে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।
এমনকি ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। এনিয়ে গ্রামবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। হোসেন আলীর লিখিত অভিযোগে বলা হয়, বিবাদী ইমরান আলী তাকে চকরহমত মৎস্য সমবায় সমিতি লিমিটেডের আওতায় তানোর উপজেলার মধ্যে পুকুর টেন্ডার ড্রপ করিতে দিবে মর্মে উক্ত সমিতির অডিটের দায়িত্বসহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দেয়। পরবর্তীতে তিনি পুকুর টেন্ডার ড্রপ এর জন্য সহকারী কমিশনার (ভূমি), তানোর রাজশাহী হইতে সিডিউল সংগ্রহ করেন।
কিন্তু উপরোক্ত বিবাদী তাকে টেন্ডার ড্রপ করতে না দিয়ে অন্য ব্যক্তিকে ড্রপ করিতে দেয়। তিনি এব্যাপারে বিবাদীকে জিজ্ঞেস করলে বিবাদী বলেন, তোমাকে পুকুর টেন্ডার ড্রপ করতে দিবেন না। উপরোক্ত বিবাদী অন্য ব্যক্তির নিকট হইতে মোটা অঙ্কের টাকা লইয়া কোনো কাগজপত্র ছাড়াই পুকুর টেন্ডার ড্রপ করতে দেয়। অভিযোগে আরো বলা হয়, উক্ত সমিতির অডিট, সমবায় প্রত্যয়ন ও মৎস্য প্রত্যয়ন তার কাছে আছে। তারপরও বিবাদী অন্য ব্যক্তিকে অবৈধভাবে টেন্ডার ড্রপ করতে দিয়েছেন।
তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন উক্ত সমিতির নামে বিগত দিনের পুকুর লীজের অনেক টাকা এখানো বাঁকি আছে। অথচ বিবাদী তার কাছে থেকে টাকা নিয়ে তার সঙ্গে প্রতারণা করে আমার নিকট হতে টাকা নিয়ে অন্য ব্যক্তিকে পুকুর টেন্ডার ড্রপ করতে দেওয়ায় তার অনেক আর্থিক ক্ষতি হইয়াছে।
এব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। তবে, এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মাশতুরা আমিনার মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।