বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৪ : মেধা ও নৈতিকতার সমন্বয়ে আগামীর নেতৃত্ব গড়ার অঙ্গীকা

জেলা প্রতিনিধি মোঃ আসিফ :

উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো “অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৪”।

অংকুর বৃত্তি প্রকল্প’২৪-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ০৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার নগরীর গ্র‍্যান্ড তাসফিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয় “অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৪”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মিজবাহ উদ্দিন এবং সঞ্চালনা করেন আজাদ শেখ। সকাল ১০ টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক, বাংলাদেশ ন্যাচারাল প্রোডাক্ট রসায়ন বিশেষজ্ঞ জনাব ড. চৌধুরী মাহমুদ হাসান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও অংকুর বৃত্তি প্রকল্পের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আনোয়ারুল্লাহ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্প ২০২৪-এর প্রধান উপদেষ্টা জনাব ইব্রাহীম হোসেন রনি।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে নিজেদের সুন্দর চরিত্র গঠন ও  তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্ব নেতৃত্বে সক্ষমতা অর্জন, মেধা ও নৈতিকতার সুষম বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “অংকুর স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২০২৪” এর ল্যাপটপ পুরস্কার প্রদান। এবারের বিজয়ী হন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা।

এতে আরও উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের আহ্বায়ক জনাব মাইমুনুল ইসলাম মামুন, বিভিন্ন অঞ্চলের বর্তমান ও সাবেক পরিচালক এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

অভিভাবক ও শিক্ষার্থীরা অংকুরের এ আয়োজনে উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করে অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অংকুরের সাংস্কৃতিক দল এর মনোমুগ্ধকর পরিবেশনা।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় ২০২৪ সালের কার্যক্রমের অংশবিশেষ নিয়ে ডকুমেন্টারি। স্মরণ করা হয় অংকুর বৃত্তি প্রকল্প ২০২৪-এর সম্মানিত সদস্য জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ফয়সাল আহমেদ শান্তকে। যিনি ১৬ জুলাই ২০২৪ চট্টগ্রামের মুরাদপুর মোড়ে ছাত্রআন্দোলনে শাহাদাৎ বরণ করেন।

সমাপনী বক্তব্যে অংকুরের সদস্য সচিব মিজবাহ উদ্দিন অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও অংকুরের কার্যনির্বাহী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com