মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মগপাড়া গ্রাম থেকে ৫’টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসত বাড়ি থেকে ৫’টি মেছো বাঘের বাচ্চা বসে থাকতে দেখতে পায়।
পরে বাড়ির মালিক বন কর্মীকে ঘটনাটি জানানো হয়। বনকর্মীরা ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অনবগত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চা গুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, “বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। মেছো বাঘের বাচ্চা ৫’টি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে”।