মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় করা মামলায় আরেও ১১ জনকে করেছে পু্লিশ। আজ রোববার নগরীর একাধিক জায়গা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের।
গ্রেপ্তার আসামিরা হলেন— প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ এবং দেবী চরণ। তারা প্রত্যেকে নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, নগরীর বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।
এ সময় তাঁর অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে ওইদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে।