মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:

চট্টগ্রামে একদিনে তিন যুবক অপহরণ

বিশেষ প্রতিনিধি মো:বিল্লাল হোসেন

চট্টগ্রাম নগরীতে একদিনে তিন যুবক অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ, পলিটেকনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে চার অপহরণকারী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারীরা হলেন—বাছির আহম্মদ ওরফে রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) ও মো. ইমন ওরফে সাদ্দাম (২৩)। অভিযানের সময় আরও ৭-৮ জন অপহরণকারী পালিয়ে যায়।

অপহরণকারীদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার, একটি চাকু এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন যুবক হলেন—সমীর দাশ (৪৫), কেশব মিত্র দাশ (৪৩) ও রুবেল রুদ্র (৪২)।

রোববার (২৬ জানুয়ারি) সিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য নিশ্চিত করেন ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন।

রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অপহরণকারীরা প্রথমে রুবেল রুদ্রকে, এরপর সমীর দাশ এবং বিকালে কেশব মিত্র দাশকে হিলভিউ এলাকার লন্ড্রির দোকান ও রাস্তা থেকে অপহরণ করে। অপহরণের পর তাদের নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় এবং পরে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে নিয়ে মারধর করে। এরপর মুক্তিপণ হিসেবে ৯ লাখ টাকা দাবি করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার অপহরণকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com