সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান রাজশাহীতে যাত্রা শুরু করলো রয়েল ইনফিল্ড মোটরসাইকেল বাঘায় ক’কটেল বি’স্ফো’রণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা টেকনাফে মেছো বাঘের পাঁচ’টি বাচ্চা উদ্ধার চট্টগ্রামে একদিনে তিন যুবক অপহরণ কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার লামায় ডাকাতি মামলায় ৭ আসামী গ্রেফতার ও ৩টি মোটর সাইকেল উদ্ধার

লামায় ডাকাতি মামলায় ৭ আসামী গ্রেফতার ও ৩টি মোটর সাইকেল উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

লামা থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৭ জন আসামী এবং ছিনতাই হওয়া ৩টি মোটর সাইকেল উদ্ধার করেছেন। রোববার (২৬ জানুয়ারি) লামা থানা কর্তৃক দেয়া প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় লামা-চকরিয়া সড়কে অজ্ঞাতনামা ৪জন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটর সাইকেল যোগে এসে জাহেদ হাসান নামের এক যুবকের গতিরোধ করে।

এসময় মূখোশপরা দুর্বৃত্তরা জাহেদ হাসানকে মোটর সাইকেল হতে নামিয়ে উপর্যুপরি আঘাত করে দা ও কিরিচের ভয় দেখিয়ে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, একটি OPPO A95 স্মার্ট ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ একটি ব্যাগ লুণ্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে লামা থানার মামলা নং-০১, ৪ জানুয়ারি ২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।

মামলার তদন্ত এসআই জামিল আহমদ এর উপর অর্পন করা হয়। পুলিশ প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে ওই মামলায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ এসব আসামী ১। মোঃ খাইরুল আমিন প্রকাশ গুরামনি (২১), পিতা-নুর আলম, সাং-ইয়াংছা বাজার, ৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ২। জাহিদুল ইসলাম মানিক (২২), পিতা-দ্বীন মুহাম্মদ, সাং-শামুকছড়া ইয়াংছা বাজার, ৭নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ৩। মোঃ সালা উদ্দিন (২৫), পিতা-মোঃ ফজলু, মেম্বার পাড়া, ইয়াংছা, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ৪। মোঃ দিদার (২৫), পিতা- মাহামুন নবী, সাং- হাঁসের দীঘি, ৯নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৫। আনোয়ার হোসেন (২৫), পিতা-রফিক উদ্দিন, সাং- সোনারপাড়া, জালিয়াপালং, ৬। আবুল শরীফ (২২), পিতা- আলী আহমদ, সাং-লম্বরী পাড়া, জালিয়াপালং, উভয় থানা- উখিয়া, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আরেক আসামী পার্শ্ববর্তী লোহাগাড়া থানায় আটক রয়েছে। তাকেও এই মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে।

পুলিশ আরো জানায়, বাদী জাহেদ হাসানের OPPO A95 মডেলের মোবাইল ফোনটি প্রথমে জব্দ করে। পরে ওই আসামীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্যান্য আসামী গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার করে। এদিকে এই ঘটনায় ১৬৪ ধারা মোতাবেক উক্ত মামলার আসামীরা আদালতে জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আসামীদের হেফাজত হতে ১টি পালসার ১৫০সিসি, ০১টি সুজুকি জিক্সার, ০১টি ডিসকভারসহ মোট ০৩ (তিন) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com