সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
লামা থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৭ জন আসামী এবং ছিনতাই হওয়া ৩টি মোটর সাইকেল উদ্ধার করেছেন। রোববার (২৬ জানুয়ারি) লামা থানা কর্তৃক দেয়া প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় লামা-চকরিয়া সড়কে অজ্ঞাতনামা ৪জন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটর সাইকেল যোগে এসে জাহেদ হাসান নামের এক যুবকের গতিরোধ করে।
এসময় মূখোশপরা দুর্বৃত্তরা জাহেদ হাসানকে মোটর সাইকেল হতে নামিয়ে উপর্যুপরি আঘাত করে দা ও কিরিচের ভয় দেখিয়ে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, একটি OPPO A95 স্মার্ট ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ একটি ব্যাগ লুণ্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে লামা থানার মামলা নং-০১, ৪ জানুয়ারি ২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
মামলার তদন্ত এসআই জামিল আহমদ এর উপর অর্পন করা হয়। পুলিশ প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে ওই মামলায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ এসব আসামী ১। মোঃ খাইরুল আমিন প্রকাশ গুরামনি (২১), পিতা-নুর আলম, সাং-ইয়াংছা বাজার, ৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ২। জাহিদুল ইসলাম মানিক (২২), পিতা-দ্বীন মুহাম্মদ, সাং-শামুকছড়া ইয়াংছা বাজার, ৭নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ৩। মোঃ সালা উদ্দিন (২৫), পিতা-মোঃ ফজলু, মেম্বার পাড়া, ইয়াংছা, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, থানা- লামা, ৪। মোঃ দিদার (২৫), পিতা- মাহামুন নবী, সাং- হাঁসের দীঘি, ৯নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৫। আনোয়ার হোসেন (২৫), পিতা-রফিক উদ্দিন, সাং- সোনারপাড়া, জালিয়াপালং, ৬। আবুল শরীফ (২২), পিতা- আলী আহমদ, সাং-লম্বরী পাড়া, জালিয়াপালং, উভয় থানা- উখিয়া, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আরেক আসামী পার্শ্ববর্তী লোহাগাড়া থানায় আটক রয়েছে। তাকেও এই মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে।
পুলিশ আরো জানায়, বাদী জাহেদ হাসানের OPPO A95 মডেলের মোবাইল ফোনটি প্রথমে জব্দ করে। পরে ওই আসামীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্যান্য আসামী গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার করে। এদিকে এই ঘটনায় ১৬৪ ধারা মোতাবেক উক্ত মামলার আসামীরা আদালতে জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আসামীদের হেফাজত হতে ১টি পালসার ১৫০সিসি, ০১টি সুজুকি জিক্সার, ০১টি ডিসকভারসহ মোট ০৩ (তিন) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।