বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ঝটিকা মিছিল করায় বিশেষ অভিযান চালিয়ে হাসান আলী ওরফে আবু রায়হান নামে এক জনকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
রবিবার (৫জানুয়ারী) রাতে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৬ জানুয়ারী) সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করে ভূঞাপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান আলী ছাব্বিশা গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথেও জরিত থাকতো।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, রবিবার রাতে হঠাৎ করেই একদল লোক ঝটিকা মিছিল বাহির করেন। হাসান আলী ওরফে আবু রায়হানসহ মিছিলে অংশ নেওয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের ভূঞাপুর শাখার নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে ছিলো।
টাঙ্গাইল সদর থানার ১টি মামলায় রবিবার রাতে পৌরসভার ছাব্বিশা গ্রাম থেকে হাসান আলী ওরফে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোর্পদ করা হয়।