শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেত্রী কাবেরী ২টি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে সর্বনিম্ন ২০ থেকে ১২০ টাকায় মিলছে সবজি, স্বস্তিতে ক্রেতারা শাকের দামে মিলছে সবজি, দাম কমেছে পেঁয়াজ-রসুনের মাহফিলে ড.আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান ১০ লক্ষ মানুষের সমাগম হবে,নেয়ামত উল্লাহ্ সৈকতে ভিড় করছে ভিক্ষুক-হকার-টোকাই ‘চাঁদা-ভিক্ষা না পেলে স্থানীয় ভাষায় গালি’ পর্যটকদের হয়রানি, অসন্তুষ প্রকাশ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য Music Fest শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক নির্মানে শংকা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ১৩ দিনে ১৬ লাখ পর্যটকের কক্সবাজার ভ্রমণ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ নাজনীন সরওয়ার কাবেরী সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লাখ টাকা জরিমানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সর্বনিম্ন ২০ থেকে ১২০ টাকায় মিলছে সবজি, স্বস্তিতে ক্রেতারা শাকের দামে মিলছে সবজি, দাম কমেছে পেঁয়াজ-রসুনের

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টা। নগরীর অক্সিজেন মোড় থেকে কাঁচা বাজারের দিকে যেতে কথা হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের সঙ্গে।

জামান হোটেলের পর সড়কের পাশে পাঁচ রকম শাক ভ্যানে সাজিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন তিনি।এই শাক বিক্রেতা জানালেন, স্বাভাবিকের চেয়ে ক্রেতাদের সাড়া কম এখন। সাধারণত বিকেল ৫ টায় আশপাশের তৈরি পোশাক কারখানায় ছুটির পর সব শাক বিক্রি হয়ে যায় তার।

শাকের দাম জানতে চাইলে জানান, পালং, কপি আর মিষ্টি কুমড়া শাক ৩০ টাকায় বিক্রি করছেন প্রতি আঁটি। এর বাইরে সরিষা শাক ২০ আর কলমি শাক বিক্রি করছেন ১৫ টাকায়। সড়কের উল্টোপাশে পার হয়ে ফুটপাতে বসা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে আঁচ করা গেল শাক বিক্রি না হওয়ার কারণ।

শাকের দামের সমান দামেই যে মিলছে বেশ কিছু সবজি! ফুলকপি, বাঁধাকপিসহ অন্তত ৭টি সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার মধ্যে। সামনে এগিয়ে মূল কাঁচা বাজারে গিয়েও দেখা গেল একই চিত্রি। শিমের বিচি, বরবটি আর ঢেঁড়স ছাড়া সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে ৫০ টাকার মধ্যে।এদিন অক্সিজেনসহ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ পাতা, ফুলকপি, পেঁপে ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

এছাড়া প্রতিপিস লাউ ৩০, মুলা ২০ এবং বাঁধাকপি মিলছে কেজি ২৫ টাকায়। অন্যান্য সবজির মধ্যে শিম ও খিরা ৪০ টাকা, আলু, টমেটো ও বেগুন ৫০ টাকা, বরবটি, গাজর, কাঁচা মরিচ ও ঢেঁড়স ৬০ টাকা এবং শিমের বিচি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গতকাল সন্ধ্যায় অক্সিজেন কাঁচা বাজার থেকে এক থলে সবজি নিয়ে বাসায় ফিরছিলেন প্রবাসী খোরশেদ আলম। তিনি পূর্বকোণকে বলেন, দু’শরও কম টাকার সবজি নিয়েছি। থলেভর্তি হয়ে গেছে। কিন্তু আগে দু’শ টাকায় দুই কেজি সবজিও পাওয়া যেত না।

এখন শীতকালীন সবজি বাজারে আসায় দাম অনেক কমেছে, শাক আর-সবজির দাম কাছাকাছি হয়ে গেছে।এদিকে সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে ২৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২০ টাকা দাম কমেছে রসুনেরও। নগরে মসলাজাত পণ্যদুটি বিক্রি হচ্ছে ৫০ ও ২০০ টাকা কেজি দরে।

নগরে অপরিবর্তিত রয়েছে মাছ ও গরুর মাংসের দাম। হাড়সহ ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ২০০, পাবদা ৩৫০-৪০০, রূপচাঁদা ৫০০-৬০০, তাইল্লে মাছ আকার ভেদে ৪০০-৬০০, তেলাপিয়া ২০০-২২০, পাঙাস ১৫০-১৮০, রুই ৩৫০-৪০০, কাতল ৩৫০, বেলে ২৮০-৪০০ এবং মৃগেল ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরীতে।

অন্যদিকে বাড়তে থাকা মুরগির দাম আরও বেড়েছে। এরমধ্যে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ২০০, ৫০-৭০ টাকা বেড়ে সোনালি মুরগি ৩৩০-৩৭০ এবং ২০ টাকা বেড়ে কেজিতে ৫৭০ টাকা দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com