শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক আগামী ২৮/১২/২৪ খ্রিষ্টাব্দ রোজ শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য Music Fest অনুষ্ঠান এর নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সংক্রান্তে সমন্বয় সভা।
অদ্য ২৬/১২/২০২৪ ইং বিকাল ০৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য Music Fest অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘে পরিচালনার জন্য সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা পরামর্শ/নির্দেশনা সম্পর্কে অবহিত করেন।
তিনি উক্ত অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা/পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। উক্ত প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশফিকুজ্জামান আক্তার, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) জনাব মোহাম্মদ সালাম কবির পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন বিপিএম-বার মহোদয়সহ সিএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিশনার মহোদয় অনুষ্ঠানটি নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সংস্থাকে একযোগে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। উক্ত সমন্বয় সভায় সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিসিবি, র্যাব-৭, জেলা প্রশাসন, পিডিবি, ভেনু ম্যানেজার এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত নিরাপত্তা নির্দেশনা ঃ
*নিরাপত্তার স্বার্থে শুধু মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোন বস্তু (ভ্যানিটি ব্যাগ, ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্স, ইত্যাদি) সাথে নিয়ে আসা যাবে না।