শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদক সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীষর্ক কার্যক্রমের আওতায় ”শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী ক্যাটাগরীতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তাহমিনা সোলতানা ডেজী।সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের জীবন মুহুরি পাড়ার প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক চিকিৎসক আবুল কালাম ও শিক্ষিকা হাজেরা বেগমের মেয়ে এবং লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার মোজাহিদ হোসাইন সাগরের সহধর্মীনি।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. মোবিন,উপজেলা মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের মো. দিদারুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পুষ্পেন চৌধুরী, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জানা গেছে, তাহমিনা সোলতানা ডেজি পুটিবিলা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস, ২০১১ সালে চকরিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ছোটকাল থেকে স্বপ্ন হিসেবে বেঁচে নিয়েছিলেন একজন চিকিৎসক হবেন কারণ চিকিৎসক হয়ে মানুষের অনেক সেবা করা যায়। তিনি ২০১৯ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং সম্পন্ন করেন।তার জীবনটা অনেক সংগ্রাম ছিল। ছাত্র জীবনে তার পথচলা, সংগ্রামে অদম্য ইচ্ছাকে সচ্ছল করেছেন। নারী হয়ে চলার পথে বাধা পেরিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করার প্রচেষ্ঠা চালিয়েছে। ডা. তাহমিনা সোলতানা ডেজী কেবল নিজেদের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয় করে তৃণমূল থেকে প্রতিষ্ঠিত হয়েছন। তারই ধারাবাহিকতায় ‘জয়িতা’ পুরস্কার পেলেন ডা. তাহমিনা সোলতানা ডেজী।
অনুষ্ঠানে সার্টিফিকেট, সম্মাননা স্বারক ক্রেস্ট এই নারী জয়িতার হাতে সম্মাননা তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
শ্রেষ্ট জয়িতার পুরুস্কারপ্রাপ্ত ডা. তাহমিনা সোলতানা ডেজী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ অর্জন আমার জন্য অনেক আনন্দের ও গৌরবের। এ পুরুস্কারটি আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। আমার ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেছে।
চেষ্ঠা করি এলাকার মানুষকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করার জন্য। তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। জয়িতা পুরস্কার দেওয়ার কারনে সমাজে নারী-পুরুষ সমানভাবে কাজ করার আগ্রহ বাড়বে। পুরস্কার মানুষকে কাজের উৎসাহ যোগায়। আশা করছি আমার চলার পথ সুগম হবে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মেয়েরা যেন মানুষ পরিচয়ে বাঁচে তা সবার আগে নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জায়গায় কাজ করতে হবে। জয়িতারা সংগ্রামী নারীদের জীবনে জয়ী হওয়ার অনুপ্রেরণা।