সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি:
আনোয়ারায় গাঁজা ও দেশিয় অস্ত্র নিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর গ্রামে যৌথবাহিনির অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন ওরফে আলম (৩০) চন্দনাইশ উপজেলার বরমা বাইনজুরী গ্রামের জালালের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত আলমগীর একজন ইয়াবা ও মাদক ব্যবসায়ী। সে দোকান হতে দিনে ও রাতে মাদক ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের মতো রাতেও মাদক বিক্রির জন্য দোকানে অবস্থান নিলে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।ওই সময় আলমগীরের অবস্থান নিশ্চিত হয়ে তার দোকান চারিদিক থেকে ঘেরাও করা হয়। পরবর্তীতে তাকে ডাকা হলে, সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দোকান তল্লাশি করে তার নিকট হতে ১০০ গ্রাম গাঁজা ও ৫ টি দেশিয় অস্ত্র (রামদা, চাপাতি, ছুরি) উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।