বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
‘আধুনিক উন্নত চিকিৎসা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’ ডঃ মুহাম্মাদ ইকবাল।
লোহাগাড়া উপজেলা নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন হাসপাতালের ওটি কমপ্লেক্স পরিদর্শন করেছেন। ২৫ নভেম্বর (সোমবার) সকালে তিনি ওটি কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা.কানিজ নাসিমা আক্তার এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ,উন্নত প্রযুক্তি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সিজারিয়ান সেকশন এর মাধ্যমে মা ও শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।হাসপাতালে চলমান প্রসূতি সেবায় সন্তোষ প্রকাশ করে ডা.কানিজ নাসিমা আক্তার সহ পুরো দলকেই ধন্যবাদ জানান স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন , “আমাদের লক্ষ্য মায়েদের নিরাপদ প্রসব এবং নবজাতকের সুস্থতা নিশ্চিত করা। সকলের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।তিনি মা ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং প্রসবকালীন জটিলতা মোকাবিলা করতে এই সেবার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা.শাকিলা আক্তার সহ সিনিয়র স্টাফ, নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।