বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পপুলার লাইফ এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে স্বাস্থ্য চুক্তি সম্পাদিত সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযান নওগাঁর মান্দায় ইজারাকৃত বিলের ৮-৯ লক্ষ্য টাকা মাছ হরিলুটের অভিযোগ চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠকি সম্পাদক সুমন গ্রেপ্তার -হাজারি গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ নিলামে উঠছে এমপিদের শুল্কমুক্ত ৩৪ গাড়ি হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬টি মামলার আসামি বেড়েছে মরিচের দাম, চড়া চালের বাজার মুরগির সঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ নওগাঁয় এক হাজার দুইশ ৫৫ হেক্টর জমিতে পোটলের চাষ হয়েছে বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে ২ বিবাদীর ৭ দিনের কারাদন্ড

বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল :

বন্ধুকে বিদায় দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত।

শনিবার (১০ নভেম্বর) রাতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরেরবাড়ী এলাকার মুসলেম উদ্দিন (৩০), সখীপুর উপজেলার আনধি এলাকার নাসির উদ্দিন (২২) এবং একই গ্রামের জুয়েল মিয়া (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজন সবুর মিয়া বলেন, অনেক বড়ক্ষতি হয়ে গেল! ইমাম সাহেব এবং নাসিরউদ্দিনের স্ত্রী অন্তঃস্বত্ত্বা। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করেন। গাড়িতে চালকের সঙ্গে ছিলেন মামুনের তিন বন্ধু। বিমানবন্দরে গিয়ে মামুনকে নামিয়ে দিয়ে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। রাতের দিকে, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় এক সিএনজি স্টেশনে গাড়ির গ্যাস ভরানো হয়। এরপর প্রাইভেট কারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সেটি সংঘর্ষে পড়ে।

ঘটনাস্থলেই মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করতে পারলেও চালক ও সহযোগীরা পালিয়ে যান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিহতদের স্বজনরা থানায় এসে লাশ তিনটি নেন।

গাজীপুর নাওজোড় হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রহিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com