বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আসাদুজ্জামান শিকদার (আসাদ মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোন ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে শ্বাসকষ্ট শুরু হয়। ভোরে সেটা আরো বেড়ে গেলে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়। সকাল ৮ টার দিকে হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস জনিত ও বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে জোহর নামাজের পর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পরবর্তীতে রুহুলী কবরস্থানে দাফন করা হয়।