রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
প্রেস রিলিজ:
সিএমপির কোতোয়ালি থানার অভিযানে ডিএমপির পল্টন থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সাবেক সিনিয়র সচিব গ্রেফতার।
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদেরের নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্টন থানার মামলা নং- ৪৮, তারিখ- ৩০/০৯/২৪ খ্রি. ধারা- ১৪৩/১৪৪/১৪৯/৩৪২/৪২৭/৩৮৪/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১০৯/১১৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ এর এজাহারনামীয় আসামি হেলালুদ্দীন আহমদ (৬২)-কে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায় তিনি ১৯৮৮ সালে ৭ম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০১৭-১৯ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
সর্বশেষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ২০২২ সালের মে মাসে অবসরগ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন এবং গত ০৮/১০/২৪ খ্রি. পদত্যাগ করেন। উল্লেখ্য যে, উপর্যুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।