মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মহররম খান হলে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল ও হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাব স-সম্পাদক- (কোষাধ্যক্ষ) মো, এহসানুল হক।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা। প্রায় ৩ ঘন্টাব্যাপী সভায় বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিলো। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমেদসহ সদস্যরা।