রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের উদ্যোগে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে নজিপুর বাজারে পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর, সাংবাদিক মিজনুর রহমান, আল-আমিন রহমান প্রমুখ।