শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কোটা আন্দোলনে সাধারণ স্কুল কলেজ ছাত্র ও ছাত্রীরা ১০ ঘন্টা বন্ধ করে দেয় নওগাঁ-সান্তাহারের রেলযোগাযোগ যশোরের ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ,কন্যা গুরুতর আহত বঙ্গবন্ধু কন্যা গোলামী চুক্তি করেননি উন্নয়নের চুক্তি করেছেখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদা নওগাঁর মান্দা গোটগাড়ী অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বিতর্কিত করায় এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকীর বিরুদ্ধে বিএমইউজে চট্রগ্রাম জেলা আহবায়ক কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস আজ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজন জুয়াড়ি গ্রেফতার বিপৎসীমার ওপরে তিস্তা-ধরলার পানি, পানিবন্দি ১৫ হাজার মানুষ হাড্ডাহাড্ডি দুই চৌধুরীর ‘লড়াই লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জিতে গেলেন খোরশেদুল আলম চৌধুরী কোন লক্ষণে বুঝবেন বিবাহবিচ্ছেদ ঘটতে পারে?

শীতে কেন বাড়ে দাঁত শিরশিরানি?

লাইফস্টাইল ডেস্কঃ

শীত পড়তেই নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। এ সময় সর্দি-কাশি, জ্বর তো বটেই এর সঙ্গে গলা ব্যথা, কানে ব্যথাসহ বাড়ে দাঁতে ব্যথা বা শিরশিরানির মতো সমস্যা। তবে শীতেই কেন দাঁতের সমস্যা বাড়ে? চলুন জেনে নেওয়া যাক-

ঠান্ডা পানি পান করা

শীতকালে দাঁতের শিরশিরানির মূল কারণ ঠান্ডা পানি। এ সময় পানি ঘরের তাপমাত্রাতে রাখলেও বেশ ঠান্ডা হয়ে যায়। আর তা পান করলে দাঁতে শিরশিরানি অনুভূত হয়।

অতিরিক্ত দাঁত মাজার অভ্যাস

খাওয়ার পরপরই কিংবা দিনে ২-৩ বার যারা দাঁত মাজেন তাদের ক্ষেত্রেও শীতে দাঁত শিরশিরানির সমস্যা হতে পারে। অতিরিক্ত ব্রাশ করার কারণে দাঁত দুর্বল হয়ে পড়ে, ফলে দাঁত শিরশিরানি বাড়ে।

মাড়ি ক্ষয়

দাঁতের নিচে বেশ কিছু নার্ভ থাকে। এই অবস্থায় মাড়ি ক্ষয়ে গেলে দাঁতের গোড়া অনেকটাই বাইরে বেরিয়ে আসে। তাতে ঠান্ডা পানি লাগলে শিরশির হবেই।

ডায়াবেটিস রোগীদের যেমন প্রায়ই দাঁতের এই সমস্যা দেখা দেয়। আবার মাড়ি খুব বেশি ক্ষয়ে গেলে গরম পানি পান করলেও এই শিরশিরানি বাড়ে।

দাঁতের ক্ষয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁত ক্ষয়ে যেতে থাকে। দাঁতের উপর এনামেলের একটি লেয়ার থাকে। সেটি ক্ষয়ে গেলে ডেন্টিনের লেয়ার বেরিয়ে আসে। এই লেয়ার বেশি সেনসিটিভ।

তাই দাঁতের শিরশিরানি ও ব্যথা বাড়তে পারে। অন্যদিকে এর পেছনে ধূমপান ও মদ্যপান অনেকাংশে দায়ী। এই দুই খারাপ অভ্যাসের কারণে দাঁত অনেকটাই ক্ষয়ে যায়। দাঁতের অবস্থা খারাপ হলে সব ঋতুতেই এই শিরশিরানি হতে পারে।

কী করলে দাঁতের শিরশির ভাব কমবে?

নিয়মিত ব্রাশ

দাঁত নিয়মিত দু’বার ব্রাশ করা জরুরি। এতে দাঁতের স্বাস্থ্য ঠিক থাকে। পাশাপাশি দাঁতের গোড়া যথেষ্ট মজবুত থাকে। এতে শিরশিরানির সমস্যাও আর দেখা দেয় না। আর দাঁত ব্রাশের ক্ষেত্রে সঠিক ব্রাশটি বেছে নিন।

আঠালো খাবার খাবেন না

আঠালো খাবার যেমন চকলেট দাঁতের জন্য মোটেই উপকারী নয়। কারণ এই খাবারগুলো বেশিরভাগ সময়ই দাঁতের ফাঁকে আটকে থাকে। যা সহজে পরিষ্কার হয় না। ফলে দাঁতে সমস্যা দেখা দেয়।

বছরে দু’বার স্কেলিং করানো

নিয়মিত দাঁতের স্কেলিং করানো জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসক। দাঁতের এমন জায়গা আছে, যেখানে ব্রাশ ঠিকমতো পৌঁছাতে পারে না। চিকিৎসকদের কাছে গিয়ে স্কেলিং করিয়ে নিলে সেই ময়লা পরিষ্কার হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com